গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মেষ্টা ইউনিয়ন ভূমি অফিস
জামালপুর সদর, জামালপুর।
ইউনিয়ন ভূমি অফিসের নামঃ মেষ্টা ইউনিয়ন ভূমি অফিস।
১। ইউনিয়ন ভূমি অফিসে কর্মকর্তা ও কর্মচারীদের বিবরণঃ
ক্রমিক নং | নাম | পদবী | মোবাইল নম্বর |
০১ | আ,ন,ম, ফরিদ উদ্দিন রিয়াজী | ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা | ০১৭১৮২৩৬৯৩৫ |
০২ | রতন কুমার দে | ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা | ০১৭১৮১৩৭১৫৯ |
০৩ | মোঃ আমেজ উদ্দিন | এম,এল,এস,এস, | ০১৭২৪৮২৫৩০৮ |
০৪ | মোঃ আব্দুর রশিদ | এম,এল,এস,এস, | ০১৭৪৪৭০৮৮১৭ |
২। ভূমি বিষয়ক তথ্যঃ-
ক) ইউনিয়নের আয়তন ১৪.৪৮ বর্গমাইল। মোট ভূমি ৫৭৪৯.২৬ একর।
খ) ইউনিয়নের জনসংখ্যা ৩৭,২৭৭ জন। পুরুষ ১৮,৭৮৪ জন। মহিলা- ১৮৪৯৩ জন।
গ) মৌজার সংখ্যা- ৩৩টি।
ঘ) মোট হোল্ডিং সংখ্যা- ৭২১৮টি।
ঙ) ২৫ বিঘার উপরে হোল্ডিং ৩৬ টি। চ) মালিকের সংখ্যা- ১৮ জন, জমির পরিমাণ- ১৯৫.৭২ একর।
চ) ইউনিয়ন ভূমি অফিসের অবস্থানঃ গোপালপুর মৌজায় জমির পরিমাণ ১.৯০ একর।
৩। খাস জমিঃ
ক) মোট খাস জমির পরিমাণ ৫৩৬.৪৩ একর ।
খ) ১ম খন্ডে জমির পরিমাণ ২৬৪.১০ একর।
গ) ২য় খন্ডে জমির পরিমাণ ২৭২.৩৩ একর ।
ঘ) ৩য় ও ৪র্থ খন্ডে কোন জমি নেই।
ঙ) ২য় খন্ডের জমির মধ্যে ১৮৫.৭৩ একর জমি ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়া হয়েছে এবং ৮৬.৬০ একর জমি
বন্দোবস্ত দেওয়ার উপযোগী আছে।
৪। হাট-বাজারঃ ২(দুইটি)
(ক) হাজীপুর বাজার। আয়তন ১.৫৮ একর, ১৪১৮ বাংলা সনে ৩,৩৬,০০০ /- টাকা ইজারা হয়েছে। ইজাদার মোঃ
মোস্তাফিজুর রহমান, পিতা- আব্দুল খালেক, সাং- কেন্দুয়া। প্রতি শনি ও মঙ্গলবার বাজার অনুষ্ঠিত হয়।
(খ) মেষ্টা বাজার আয়তন ০.৪৩ একর। ইজারা হয়নি খাস আদায় হচ্ছে। প্রতি রবি ও বৃহস্প্রতিবার বাজার অনুষ্ঠিত হয়।
৫) জলমহালঃ এ ইউনিয়নে চরফুলারপাড়া মৌজায় (চতলা বিল) নামে একটি ২০ একরের উর্ধ্বে জলমহাল আছে।
৬) মোট অর্পিত জমির পরিমাণঃ ২১.৫৪ একর।
৭) ভূমি উন্নয়ন করঃ
ক্রমিক নং | দাবীর প্রকৃতি | দাবী
| ||
বকেয়া | হাল | মোট | ||
১। | সাধারণ | ৫৮৫৭০ | ৫১৫৮০ | ১১০১৫০ |
২। | সংস্থা | ৪৭২৬০ | ১১৭৭৩ | ৫৯০৩৩ |
৩। | বাংলাদেশ রেলওয়ে | ২৩৮০৫৫৭ | ৫৯৭৬০ | ২৪৪০৩১৭ |
নভেম্বর /২০১১ পর্যন্ত সাধারণ দাবী ৩৫%আদায় হয়েছে।
৮। আশ্রয়ন প্রকল্পঃ অবস্থানঃ মেষ্টা। জমির পরিমাণ ০৭৫ একর, দাগ নম্বর- ৩৫৯ এবং ৩৬০।
জমির পরিমাণ ০.৭০ একর ও ০.০৫ একর। উপকৃত পরিবারের সংখ্যাঃ ১০টি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS